শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরের নবাবগঞ্জে দুজন, কক্সবাজারের চকরিয়ায় দুজন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর  : দিনাজপুরের নবাবগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা মা এন্টারপ্রাইজ নামের একটি কোচের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৯ জন।  আহতদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করিয়েছেন পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন, বালুবাহী ট্রাক ড্রাইভার পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫ )এবং কোচের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)। নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম তাওহীদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক এবং বাসটিকে উদ্ধার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চলন্ত সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার জামাল মিয়ার ছেলে। অপর নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পেছন দিকে একইমুখী বাস ধাক্কা দেয়। এসময় বাসের চালক ও হেলপার আটকে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। স্থানীয় লোকজন হাইওয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি খোকন কান্তি রুদ্র বিষয়টি জানিয়েছেন। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদুল ইসলাম (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি খান মো. শরিফুল ইসলাম জানান, ওয়াহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়ার নোয়াগ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

টিএইচ