রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরের ফুলবাড়ীতে ত্রিমূখী সংঘর্ষে দুইজন, বাগেরহাটের রামপালে  দুই মোটরসাইকেল আরোহী, লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেল আরোহী ও রাঙ্গামাটির কাউখালীতে জিপগাড়ি উল্টে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান ও মুরগী বোঝাই পিকআপ ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মুরগী বহনকারী পিকআপ ড্রাইভার ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যাফের সামনে দিনাজপুর থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে বিদ্যুৎতের খুটিকে ধক্কা দেয়। এসময় পিছন থেকে আসা অপর একটি ট্রাক চাকা পামচার হয়ে কাভার্ড ভ্যানটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মুরগী বোঝাই পিকআপ ড্রাইভার নায়েব আলী (৪৫) ও হেল্পার (অজ্ঞাত) নিহত হন। নিহত ড্রাইভার নায়েব আলী ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর গুচ্ছো গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, আমরা মরদেহ ও ট্রাক, পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতদের পরিবারের সন্ধান চলছে। তারা আসলে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

রামপাল (বাগেরহাট): মোংলা-খুলনা মহাসড়কের রামপালে মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) মংলা-খুলনা মহাসড়কের  রনসেন মাছের আড়ৎ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। অপর নিহত মোটরসাইকেল যাত্রী মো. হারুন-অর-রশীদ রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।

ওসি আশরাফুল আলম জানান, শুক্রবার (১০ নভেম্বর) চট্টো. মেট্রো প্রাইভেটকারের অজ্ঞাতনামা  চালক  খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলাগামী মহাসড়কের রামপাল থানাধীন রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর বিহীন মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের  অজ্ঞাতনামা  চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলের যাত্রী মো.হারুন-অর-রশীদকে গুরুত্বর জখম অবস্থায় স্থানীয় লোকজন  চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার রামদয়াল বাজার এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চর আলগী গ্রামের মো. সেলিমের ছেলে আরিফ হোসেন (১৮) ও একই এলাকার মনির হোসেনের ছেলে মমিন উল্যা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ও মমিন মোটরসাইকেলে আলেকজান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আরিফ ও মমিন ঘটনাস্থলেই মারা যান। রামগতি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রাম এলাকায় জীপগাড়ি উল্টে গিয়ে বিপুল চাকমা (১৭), পিতা: নিবারন চাকমা মারা গেছেন। এবং ৬ জন আহত হয়েছে। কাউখালীর ওসি মো. পারভেজ বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারের চীবর দান থেকে ফেরার পথে আনুমানিক মধ্যে রাত সাড়ে ১২টা দিকে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে জীপ গাড়িটি দুর্ঘটনা কবলে পড়ে। দুর্ঘটনায় আহত হন বিপুল চাকমা, পিতা-নিবারণ চাকমা, শুভ চাকমা, সুলক্ষণ চাকমা, পিতা-শংকর চাকমা, সুজন চাকমা, পিতা-সূর্য কুমার চাকমা, সোহেল চাকমা, পিতা-প্রতি চাকমা, নোবেল চাকমা, পিতা-মঙ্গল কুমার চাকমা, অরবিন্দু চাকমা, পিতা-মৃত. সুনীল বিকাশ চাকমা। আহত ৭ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিপুল চাকমাকে মৃত ঘোষণা করে।

আহত শুভ চাকমা বলেন, ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহার চীবর দান থেকে ফেরার পথে বেতছড়ি (গুচ্ছগ্রাম) এলাকায় পৌঁছলে আমাদের গাড়িটি দুবার উল্টে যায় এবং গাড়ির নিচে দুজন পড়ে যায়। তার মধ্যে বিপুল চাকমা মারা যায়। 

টিএইচ