দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় শ্রমিকসহ তিনজন, চাঁপাইনবাবগঞ্জে দুজন, ঝিনাইদহে এক শিশু, ঝালকাঠির নলছিটিতে দুজন, ময়মনসিংহে একজন, রাউজানে একজন নিহত হয়েছে। প্রতিনিধিদেও পাঠানো খবর—
কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া উপজেলার দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান একজন। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ জানান, শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটার দুই শ্রমিক নিহত হন। তারা হলেন- উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুরের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী মারা যান। তার নাম জানা যায়নি। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কৌশিক আহমেদ বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমেড় এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে জাহানারা বেগম ও রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও স্থানীয়রা জানান, শনিবার (৭ ডিসেম্বর) কানসাটের দিকে যাচ্ছিলেন মানষিক ভারসাম্যহীন জাহানারা বেগম। এসময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহানারাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে সদর থানার ওসি মো. রইস উদ্দিন জানান, গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন মো. নাহিদ। পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হাতাপাড়া-দারিয়াপুর এলাকায় মোটরসাইকেল চালক ট্রক্টরকে অতিক্রম করতে গিয়ে দেখেন অপরদিক হতে নাইট কোচ আসছে। এমন অবস্থায় বামে চাপতে গিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা খান। জানতে পেরে স্থানীয়রা মোটরসাইকেলের চালক নাহিদকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঝিনাইদহ : ঝিনাইদাহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাজারে আলমসাধুর চাপায় হাবিবুল্লাহ নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) গান্না সরকারি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে গান্না গ্রামের রাজীব হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৭ ডিসেম্বর) রাস্তা পার হওয়ার সময় একটি আলমসাধু শিশু হাবিবুল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করেছেন। কিন্তু এ ঘটনায় পরিবার এখনও কোন অভিযোগ দেইনি।
নলছিটি : ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ও এক মোটরসাইকেল চালকও নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও মোটরসাইকেল চালক আল আমিন তাহেনী মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালক মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুজনের মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জে লরি ট্রাকের ধাক্কায় সুমন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) পরানগঞ্জ ইউনিয়নের পয়েস্তি গ্রামের সুরুজ মিয়ার ছেলে নিহত সুমন লরির ট্রাকের ধাক্কায় আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সুমনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। কোতোয়ালী মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পৌঁছে ঘাতক লরিকে আটক করে হেফাজতে নিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।
রাউজান : চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিক্সায় ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত গাড়িচালক মো. আবদুল কাদের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কাঁদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের সীতাকুণ্ড থেকে রাউজানে যাত্রী নিয়ে এসেছিলেন। এতেই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি উপপরিদর্শক মো. তছলিম উদ্দিন বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধাক্কা দেয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালকে আটকের চেষ্টা চলছে।
টিএইচ