রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৯ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহ তারাকান্দায় দুজন, কক্সবাজার এক চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জে একজন, বরগুনায় একজন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল আরোহী, ফরিদপুরে ইজিবাইক চালক, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অ্যাম্বুলেন্স চালক ও গাজীপুরের কালিয়াকৈর একজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ : ময়মনসিংহ তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন স্থানে তারাকান্দা থেকে ময়মনসিংহগামী সিএনজির সঙ্গে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল দুই যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালক পালিয়ে যায়। নিহত দুইজনের মধ্যে একজনের নাম ঠিকানা পাওয়া গেছে। তার বাড়ি ফুলপুর থানার বওলা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে  মুরাদ, অন্যজনের নাম ঠিকানা সনাক্তের চেস্টা চলছে। তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার : কক্সবাজার চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিলে মিনিট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩) নামে এক ডাক্তারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডুলহাজারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন। মালুমঘাট হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী মিনিট্রাকের সংঘর্ষে সোয়াদুল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে দুইটি মোটরসাইকেলের সংর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি আমনুরা শিশাতলার ওয়ারেশ মিস্ত্রির ছেলে ওসমান (৩০)। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ের চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের পাওয়েল এলাকায় দুই  মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। আহতদরে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন আবস্থায় ওয়ারেশ আলীর মৃত্যু হয়। অপর অজ্ঞাতব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বরগুনা : বরগুনা নিশানবাড়িয়া সড়কের আলোর দোকার বৈঠাকাটা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জসিম নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত জসিম বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মইজুল হকের ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৪ যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গর্জনবুনিয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি আলোন দোকান বৈঠাকাটা নামক স্থানে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করে বরগুনা সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন সিএনজি চালক জসিমকে মৃত্যু ঘোষণা করেন। এবং সিএনজিতে থাকা আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি দেন ।
এব্যাপারে বরগুনা থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। তবে দুর্ঘটনার বিষয়ে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেয়া হয়েছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় রাকিব (২৬) নামে একজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের চান মিয়ার ছেলে। রাকিবের মা ললিতা বেগম চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কোদালিয়া চৌরাস্তা বাজারের কাছে মোটরসাইকেল আরোহী রাকিবকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালীতে মধুমতি নদীর ওপর গড়াই সেতুতে ট্রাক চাপায় আব্বাস আলী (৩৫) নামক এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস আলী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের সামসুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাগুরা থেকে ছেড়ে আসা কামারখালী বাজারগামী একটি ইজিবাইক (মধুমতি নদীর ওপর) কামারখালী ব্রিজের উপর পৌঁছালে ফরিদপুর দিক থেকে ছেড়ে আসা মাগুরাগামী বিআরটিসি একটি খালি ট্রাক ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে চালক আব্বাস আলী নিহত হন। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়। করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ড্রাইভার নিহত হন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক (৩২)। খাঁতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি আমাদের হেফাজতে নিয়েছি, তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের  সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পল্লীবিদ্যুৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাকায় দুইবন্ধু মোটরসাইকেল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছে। এ সময় একটি  ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু মহাসড়কের উপর ছিটকে পড়ে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গাজীপুর হাইওয়ে রিজিয়নের নাওজোড় থানার ওসি শাহদাত হোসেন বিষয়টি জানিয়েছেন। 

টিএইচ