বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মধ্যনগরে ১২শ কেজি চিনিসহ আটক ৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগরে ১২শ কেজি চিনিসহ আটক ৫

সুনামগঞ্জের মধ্যনগরে ১২শ কেজি ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি, পাঁচজন চোরাকারবারি ও ২টি ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেনের নির্দেশনায় এসআই মো. মশিউর রহমান, এসআই রাফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স থানার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বংশীকুন্ডা উত্তির ইউপির বাঙ্গালভিটা মাঝেরছড়া চরের কিনারা এলাকা থেকে চোরাকারবারিরা আটক হয়। আটককৃ আসামিরা সবাই পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার বাসিন্দা। এর মধ্যে শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের কুতুব উদ্দিন (২৮), ইসলাম নুর (৫৩) মোহাম্মদ আলী (৩৮)। বিনোদপুরের গ্রামের মো. সম্রাট (২৪) ও মুদাইর গ্রামের সুরঞ্জন বর্মন (২৫)।

এসময় ৫০ কেজির ২৪ বস্তা চিনি, বহনকারী দুটি কাঠ বডি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। বিষয়টি মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম এমরান হোসেন নিশ্চিত করেন জানান চোরাচালানিদের রিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

টিএইচ