কসবা উপজেলার কুঠি ইউপি নির্বাচন ২৮ এপ্রিল। গত সোমবার মনোনয়নপত্র বাছাইয়ের চেয়ারম্যান পদে মায়ের ঋণের দায়ে মোহাম্মদ ফারুক ইসলাম নামের এক মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস।
যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হন চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন।
রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক ইসলামের মায়ের ঋণের জামিনদাতা হিসেবে আইপি ডিসি ফাইন্যান্স লিমিটেড নারায়ণগঞ্জ শাখার ঋণ খেলাপি। এজন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং নির্বাচন বিধিমালা মোতাবেক ফারুক ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে ফারুক ইসলাম বলেন, আমরা মা এখনো বেঁচে আছেন। আমার মায়ের ঋণের জন্য তো আমার মনোনয়নপত্র বাতিল হতে পারে না।
টিএইচ