বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে রেলওয়ে পৌষ্য সোসাইটির মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ৫ দফা দাবিতে রেলওয়ে পৌষ্য সোসাইটির মানববন্ধন

রাজবাড়ীতে রেলওয়ে জোনাল অফিস, বিভাগীয় সদর দপ্তর দ্রুত চালু, গোয়ালন্দ ঘাট হতে পার্বতীপুরগামী শিলিগুরী ট্রেন পুনরায় চালু করা হোক, খুলনা ও পার্বতীপুর হতে রাজবাড়ী হয়ে ঢাকাগামী দুটি আন্ত-নগর ট্রেন চালু করা হোক এবং রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলে দুটি ফুট ওভার ব্রিজ নতুনভাবে স্থাপন করা হোক। 

রেলওয়ে পৌষ্য সোসাইটি রাজবাড়ী জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সামনে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী রেলওয়ে পৌষ্য সোসাইটির সভাপতি কাউসার আহম্মেদ লালের সভাপতিত্বে বক্তৃতা করেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরবান আলী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস নজরুল ইসলাম শিমুল, জেলা পৌষ্য সোসাইটির আইন বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার রায়, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক পৌষ্য সোসাইটির দাবিসমূহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় বক্তারা দাবিসমূহ বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  

টিএইচ