রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই মো. সাহাবুদ্দিনের: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই মো. সাহাবুদ্দিনের: ইসি আলমগীর

রাষ্ট্রপতি অলাভজনক পদ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে দায়িত্ব নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন অনুযায়ী দুদক কমিশনাররা লাভজনক কোনো পদে যেতে পারবেন না, রাষ্ট্রপতি লাভজনক পদ নাকি অলাভজনক- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন যখন এটা করেছে, তখন বিষয়টি জেনেই সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি অলাভজনক পদ।

এ সময় বিচারপতি সাহাবুদ্দীনের উদাহরণ দিয়ে বলেন, তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর এটি নিয়ে আদালতে মামলা হয়েছিল। কারণ তাদের ক্ষেত্রেও লাভজনক পদে যাওয়ার ক্ষেত্রে আইনগত বাধা আছে।

‘ওই মামলার রায়ে হাইকোর্ট বলেছিলেন, লাভজনক পদ বলতে বুঝাবে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী তাদেরকে। রাষ্ট্রপতি অলাভজন পদ। অতএব এটি উনার (মো. সাহাবুদ্দিন) ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি। অতএব আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে। তাই রাষ্ট্রপতি পদে যেতে আইনগত কোনো বাধা নেই ওনার (মো. সাহাবুদ্দিন)’, বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আলমগীর আরও বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এবং কোনো প্রতিষ্ঠানে যদি সরকারের ৫০ ভাগের অধিক অর্থ থাকে, তাহলে সেই পদে নিয়োগকে বলা হবে লাভজনক পদ।

রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী উনারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারী না। এগুলো হলো সাংবিধানিক পদ। যেহেতু সাংবিধানিক পদ, অতএব লাভজনক পদের ডেফিনিশনে এরা পরেন না।’

টিএইচ