সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সারা দেশে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও দলীয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে শুক্রবার (২৩ জুন) সারা দেশে বাংলাদেশ আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায়  সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলা আ.লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যসূচি শুরু হয়। সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার আ.লীগ নেতাকর্মীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত জেলা আ.লীগের এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সংগ্রামী সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন। এছাড়া সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

শোভাযাত্রাটি শহীদ হাসান চত্বর মোড় ও কোর্ট মোড় হয়ে কবরী রোড দিয়ে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ‘সংগ্রাম, গৌরব ও অর্জনের ৭৪ বছরে বাংলাদেশ আ.লীগ আছে জনগণের সাথে জনগণের পাশে’  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়বাংলা , পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রোরেলের জয়জয়কার স্লোগানে সারা শহর মুখরিত হয়।

র্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহাস্মেদ, চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড.শামসুজ্জোহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন,উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসসহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের ব্যানারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ময়মন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে জাতীয় পতাকার আদলে তৈরি একটি বিশাল দলীয় পতাকা সম্মলিত শোভাযাত্রা জেলা আ.লীগের মূল শোভাযাত্রায় যোগ দেন। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আ.লীগের সাবেক উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।

বরিশাল : নগরীর সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আ.লীগ দলীয় কার্যলয় সংলগ্ম বঙ্গবন্ধুর মুর্যালে প্রথমে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ অ্যাড. তালুকদার মো. ইউনুস দলীয় নেতাদের সাথে নিয়ে পূস্পার্ঘ অর্পণ করেন।

এরপরই মহানগর আ.লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতারা ফুলের শ্রদ্ধা জানান। অপরদিকে পাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন করেন, মহানগর যুবলীগ আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, মহানগর যুবলীগ আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর সাবেক ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন নেতারা।

এর পূর্বে নব নির্বাচিত বিসিসি কাউন্সিলররা ও সংরক্ষিত কাউন্সিলররা নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগরের বিভিন্ন আ.লীগের ও বর্তমান মেয়র সাদেক আব্দুল্লাহ পন্থি অনুসারী অঙ্গ সংগঠনের সদস্য সোহেল চত্বরে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যলয়ে জেলা ও মহানগরের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষে সকালে শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেককাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়।

জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. জাফর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি চাষী এম,এ করিম, অ্যাড.আব্রাহাম লিংকন ও সাঈদ হাসান লোবানসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। 

নীলফামারী: দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরোলে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে বর্ণাঢ্য আনন্দ র্যালিসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আ.লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আ.লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। এসময় জেলা আ.লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বাদ যোহর  বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা, প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে দোয়া বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 

মাদারীপুর: জেলা আওয়ামী লীগের উদ্যোগে পুরান বাজার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহ সভাপতি আজাদুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ ও পৌরমেয়র সম্পাদক খালিদ হোসেন ইয়াদসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) : উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ আঞ্চলিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদানসহ দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। বাদ জুম্মা আদমদীঘি কেন্দ্রীয় বাবা আদমের (র.) মাজার ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার সান্তাহার শহরে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কুদতর-ই-এলাহী কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কছিম উদ্দীন আহম্মেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা আশরাফুল ইসলাম মুন্টু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, হুমায়ন কবির বাদশা প্রমুখ। 

ধুনট (বগুড়া): উপজেলা মুজিব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরু হয়। তারপর র্যালি পরবর্তী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির সঞ্চলনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বগুড়া জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া- ৫ আসনের এমপি হাবিবর রহমান। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা(খাগড়াছড়ি) : উপজেলা আ.লীগের আয়োজনে র্যালি পরবর্তী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ। আলোচনা সভার পর কেক কাটা হয়। 

ধোবাউড়া(ময়মনসিংহ) : উপজেলা আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনের সভাপতিত্বে সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মানোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ, সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনী প্রমুখ।

তিতাস (কুমিল্লা) : দিবসটি উপলক্ষ্যে  পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।  নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক ডা. এম এ ছাত্তার প্রমুখ। আলোচনা সভায় পরিচালনা করেন ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জাকিরের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. জাকারিয়া জাকির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাশেদুর রহমান রাশেদ, ফুলবাড়ী পৌর আ.লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ডেনিয়েল হাফিজ প্রমুখ ।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পৌর আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেয়র ও জেলা আ.লীগের প্রচার সম্পাদক মাজেদুল বারী নয়ন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন বক্তব্য রাখেন। 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা ও পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, দোয়া খায়ের, আলোচনা সভা ও কেক কর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোহা পলাশ, ফতেপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভায়  আ.লীগের  সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এম মতিউর রহমানের  সভাপতিত্বে  বক্তব্য রাখেন আ.লীগের সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খসরু প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা দোয়া মোনাজাত করা হয়। 

দৌলতপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় থেকে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মীরা বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি প্রধান সড়ক, বাজার, প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

পরে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুসের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় । এছাড়া  উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আবু মো. তায়েবুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : উপজেলা আ.লীগের আয়োজনে র্যালি পরবর্তী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতারা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়। উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা আ.লীগের সভাপতি ও সিরাজগঞ্জ ৫ আসনের এমপি আব্দুল মমিন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ প্রমুখ।

রাজস্থলী (রাঙ্গামাটি) : উপজেলা হ্নারামুখ দলীয় কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি উবাচ মারমা। সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আ.লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, যুগ্ন সম্পাদক সম্পাদক ও ইউপি সদস্য ক্যসাচিং মারমা মিলনসহ সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) : আয়োজনের অংশ হিসেবে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

মহাদেবপুর (নওগাঁ) : মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের এমপি মো. ছলিমউদ্দীন তরফদার সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।  

নকলা (শেরপুর) : উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ আ.লীগ নকলা উপজেলা শাখার সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটনসহ অন্যরা, উপজেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা নকলা প্রেস ক্লাবের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ