রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সারা দেশে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশে সোমবার (৮ জুন) ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পর ফিতা কেটে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।  এরপর ডিসি সাহিত্য মঞ্চে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক। সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর ইউএনও ফাতেমা তুজ জোহরা। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত ভূমি মালিকদের উদ্যেশে বলেন, আপনারা এখন ঘরে বসেই জমির খাজনা, নামজারিসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ঘরে বসেই পেয়ে যাবেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বলে উল্লেখ করা হয় ।

কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন-জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ । এ সময় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল হাই, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক,আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বক্ত মিয়া, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল প্রমুখ। 

মৌলভীবাজার : দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে আবার একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ জিল্লুর রহমান এমপি। সভাপতিত্ব করেন ড. উর্মি বিনতে সালাম জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। স্বাগতিক বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আব্দুল হক। র্যালি আলোচনা সভায় সরকারি কর্মকর্তাসহ সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 

নরসিংদী: নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এবং সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর ইউএনও আসমা সুলতানা নাসরিন। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোস্তফা মনোয়ার, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১’এর নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল নরসিংদী সদর) কেএম শহিদুল ইসলাম সোহাগ ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদী সদর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান শেষে নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতা, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ উপসহকারী কর্মকর্তা, শ্রেষ্ঠ অফিস সহায়ক ও শ্রেষ্ঠ অফিস সহকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোতাহার হোসেন অনিক। 

সাতক্ষীরা : জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বেলুন উড়িয়ে ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জনসচেতনতামূলক ভূমিসেবা সপ্তাহের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কার্যক্রম শুরু হল। জেলার ৭ উপজেলায় ৫৮টি পৌর/ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হবে। বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান। ই-নামজারির আবেদন গ্রহণ। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সদর ইউএনও শোয়াইব আহমেদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ঝিনাইদহ : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি অ্যাড. বিকাশ কুমারসহ অন্যরা বক্তব্য রাখেন।

বরিশাল : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম প্রাঙ্গনে ৭ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেনসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারীরা। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে বিভাগীয় কমিশনার বরিশাল জমি অধিগ্রহণের অর্থ প্রদান করেনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক সভার অনুষ্ঠিত হয়। 

রাঙামাটি : জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে ৪টি স্টলের মাধ্যমে সপ্তাহব্যাপী ভূমিসেবা প্রদান করা হচ্ছে। 

কালীগঞ্জ (লালমনিরহাট): কালীগঞ্জে হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়। উপজেলা ভূমি অফিস সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ইউএনও জহির ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

পত্নীতলা (নওগাঁ) : পত্নীতলা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা খাতুন, সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক রবিউল আলম সহ ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে পীরগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রমিজ আলমের সভাপতিতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুল ইসলাম, পীরগঞ্জ থানা ওসি খায়রুল আনাম ডন, পীরগঞ্জ উপজেলা সহকারী ভূমি অফিসার  এনএম ইশকাবুল ইসলাম, অন্যদের  মধ্যে  উপস্থিত ছিলেন, পীরগঞ্জ  উপজেলার  ১০টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা,  ভূমিসেবা প্রত্যাশি লোকজনসহ প্রিন্ট ও  ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা সভার শেষে  সর্বোচ্চ  করতাদের পুরস্কার বিতরণ করা হয়।

সোনাতলা (বগুড়া) : ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোনাতলায় ডিজিটাল ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোনাতলা ভূমি অফিসে ইউএনও সাবরিনা শারমিন ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  প্রতীক মণ্ডল ও সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তারা। ৮জুন থেকে ১৪ জুন পর্যন্ত উপজেলা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে চলবে এ কর্মসূচি। 

ধোবাউড়া (ময়মনসিংহ) : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জোবায়ের সভাপতিত্বে ভূমি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও নিশাত শারমিন। এ উপলক্ষে এক ভূমিমেলার আয়োজন করা হয়। মেলায় বিনা খরচে অনলাইন আবেদনসহ ভূমিসেবা প্রদান করা হবে। সেবা সপ্তাহ চলমান সময়ে দ্রুত ভূমির নামজারিসহ সকল সেবা দেয়া হবে। ভূমিসেবা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. জুবায়ের।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূমি মন্ত্রণালয় ও ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মামুনুর রশীদ। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদসহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।

মহেশখালী (কক্সবাজার) : মহেশখালী উপজেলা হলরুমে মহেশখালী সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ তাসবীর হোসেনের সভাপতিত্বে ও বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হুমায়ুন কবির আযাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী পৌর আ.লীগের সভাপতি এবং মহেশখালী পৌরমেয়র আলহাজ মকসুদ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা কৃষি অফিসার নাছিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, মহেশখালী প্রেস ক্লাব সভাপতি আবুল বশর পার্ভেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি জে এইচ এম ইউনুস, সেবাপ্রার্থী সাংবাদিক এম রমজান আলীসহ সর্বশ্রেণির নাগরিকরা উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ভেদরগঞ্জ  ইউএনও মো. রাজিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারীরা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এবং সেবা প্রত্যাশীরা। 

দেবীগঞ্জ (পঞ্চগড়) : উপজেলা ভূমি অফিসে ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মো. শরীফুল আলম, সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তুরাব হোসেন। ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ পৌর আ.লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম সুইডেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা একে ভুঁইয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সেবা গ্রহীতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) : উপজেলা ভূমি অফিস চত্বরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও আফিয়া সুলতানা কেয়া। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্কা ডা. রায়হান নবী, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। আরো উপস্থিত ছিলেন, কানুনগো আবু হেনা মোস্তফা কামাল সিদ্দিকী, প্রধান সহকারী আনোয়ার হোসেন, নাজির নজরুল ইসলাম প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : মধুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে  উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা, র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মধুখালী ইউএনও মামনুন আহমেদ অনিক,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, ওসি তদন্ত মো. শফিউল আলম, উপজেলা সার্ভেয়ার মো. মারুফ হোসেন নাজির কাম ক্যাশিয়ার মো. রেজা হাসানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সরিষাবাড়ী ভূমি অফিসের আয়োজনে একটি র্যালি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সরিষাবাড়ী ইউএনও ও সহকারী কমিশনার ভূমি (অ.দা.) শারমিন আক্তারের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মুশফিকুর রহমান, পৌরমেয়র মনির উদ্দিন, বিদায়ী সহকারী কমিশনার ভূমি মুহা. সাদ্দাম হোসেন ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-শিক্ষক ফরিদুল ইসলাম। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পলাশ (নরসিংদী) : উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পলাশ ইউএনও শহীদুল্লাহ।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় পলাশ প্রেস ক্লাবের সভাপতি  মো. আশাদউল্লাহ মনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রীবরদী (শেরপুর) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। পরে অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শেখ জাবের আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী। সিংগবরুনা ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা ইবনে জায়েদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুড়িকাহনিয়া ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা রতন কিশোর দাস, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় শিক্ষক-শিক্ষার্থী, সেবাপ্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। 

রাউজান (চট্টগ্রাম) : রাউজান উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম। উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানুগো শান্তি জীবন চাকমা, নাজির মোহাম্মদ ইলিয়াছ, সদর তশিলদার সৈয়দ মোহাম্মদ শওকত ওসমান সহ নোয়াপাড়া, ডাবুয়া, গহিরা, পশ্চিম গুজরাসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

সিংড়া (নাটোর) :  সিংড়া উপজেলা সহকারী ভূমি অফিসার বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও কাউসার আহমেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে ভূমিসেবার উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সিংড়া ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযুদ্ধা ও সাবেক ১০নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। সকলেই ভূমিসেবার উপরে আলোচনা করেন। পরিশেষ সহকারী ভূমি অফিসার বোরহান উদ্দিন মিঠু স্বাগত বক্তব্যের মধ্যমে অনুষ্ঠান পরিসামাপ্ত করেন।

বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ সাইফুর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম ইশমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, কানুনগো মো. আফজাল হোসেন, নাজির মো. নাছির উদ্দিন, সাংবাদিক মো. হাবিবুর রহমান, মো. মাসুদ সিকদার, উত্তম দাস, সার্ভেয়ার মো. ফোরকান হোসেন, সার্ভেয়ার রিয়াজ উদ্দিন, ভরপাশা ইউনিয়ন তহশীলদার মো. সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকান্দা (ফরিদপুর) : ফরিদপুরের নগরকান্দা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন নগরকান্দা ইউএনও কাফী বিন কবির। সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বক্তব্য রাখেন, নগরকান্দা পৌরমেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ। এ সময় উপজেলার সাধারণ ভূমিসেবা গ্রহীতা,  জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ  বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শ্রীপুর (মাগুরা) : মাগুরার শ্রীপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছা. মমতাজ মহল। শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসিরুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজমারুল হক, শ্রীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রভাস চন্দ্র বাড়ুরী প্রমুখ।

ডামুড্যা (শরীয়তপুর) : শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহ উদ্ধোধন করেন ডামুড্যা ইউএনও নাসরীন বেগম সেতু। ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর ছিদ্দিকের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা ইউএনও নাসরীন বেগম সেতু, বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা আ.লীগের সহসভাপতি এমদাদুল হক ইনু বেপারী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।

ডোমার (নীলফামারী) : উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। এতে সভাপতিত্ব করেন, ডোমার ইউএনও মো. নাজমুল আলম বিপিএএ। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. ফেরদৌসি বেগম প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর ইউএনও আল বশিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন- সহকারী ভূমি কমিশনার রিয়াদ বিন ইব্রাহীম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) : ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও সপ্তাহব্যাপী ভূমিসেবা আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোরশেদা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ  উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌরমেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ ঘাট থানা ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস। 

কলমাকান্দা (নেত্রকোনা) : ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক। এসময় কলমাকান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

ইন্দুরকানী (পিরোজপুর) : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ইউএনও মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল আহসান গাজী, প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা. এমিলি খানম, মামুনুর রশিদ, ভূমি পেশকার  পরিতোষ মণ্ডল, জারিকারক মিজানুর রহমান প্রমুখ।

মহম্মদপুর (মাগুরা) : ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন কর হয়েছে। প্রধান অতিথি থেকে ফিতা কেটে  উপকার ভোগীদের মধ্যে খতিয়ান এবং দাখিলার অনলাইন কপি বিতরণ করেন ইউএনও ও সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পলাশ মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন, উপকারভোগীরা, বিভিন্ন ইউনিয়নের কর্মরত ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ ইউএনও অফিসার অনুপম দাশ অনুপ। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এমএ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি প্রমুখ। 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সে থেকে র্যালি বের করে উপজেলা পরিষদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউএনও আহসান মাহমুদ রাসেল। সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

নকলা (শেরপুর): সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। উপসহকারী ভূমি কর্মকর্তা হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর প্রমুখ বক্তব্য রাখেন।

বাগমারা (রাজশাহী) : সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ উপজেলায় কর্মরত অন্য ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের নেতারা।  

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্বে করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, প্রধান অতিথি  ইউএনও বিল্লাল হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া পৌরমেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার নাজিমুল হক আবাসিক, সাংবাদিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন ।

রাণীনগর (নওগাঁ) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম। উদ্বোধন পর ইউএনও নিজেই কয়েকজন সেবাগ্রহীতাকে ভূমি সক্রান্ত সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আল হেলাল প্রাং, গোনা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আরমান হোসেনসহ সেবাগ্রহীতারা।

বীরগঞ্জ (দিনাজপুর) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চপ্তরে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হুসাইন বিপু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজকুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লব, বীরগঞ্জ থানার এএসআই নিখিল চন্দ্র রায়, উপজেলার ১১টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকরা এবং ভূমির মালিকরা। 

অভয়নগর (যশোর) : উপজেলা ভূমি অফিসে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ইউএনও কেএম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরমেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস। 

নলছিটি (ঝালকাঠী) : উপজেলা ভূমি অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ইউএনও মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পৌরমেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ওসি মুরাদ আলী, উপজেলা আ.লীগের সহ সভাপতি খন্দকার মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

টিএইচ