সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সারা দেশে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২২ মে) সারা দেশে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সপ্তাহ আগামী ২৮ মে পর্যন্ত চলবে। প্রতিনিধিদের পাঠানো খবর—

জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ।

শেরপুর : জেলা কালেক্টরেট চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক ছানুয়ার হোসেন ছানু। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ফিতা কেটে  ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। এ সময় এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হকসহ জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী,  শিক্ষক-শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, পৌরমেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আব্দুল হক। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও উপকারভোগী জমির মালিকরাও উপস্থিত ছিলেন।

বরিশাল: বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ মহাফেজখানার সামনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার  খন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার  মো. আহসান হাবিব, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও ভূমিসেবা গ্রহীতরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।  

রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয়। পরে ভূমিসেবার স্টল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ভূমিসেবা সংক্রান্ত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ। উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান প্রমুখ।

মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন। আলোচনা সভায়, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, সাব-রেজিস্টার উম্মে সালমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল হক আকন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি (রাঙামাটি) : বাঘাইছড়ি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমনা আক্তার। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন বলেন, বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সকল ক্ষেত্রেই স্মার্ট সেবাকার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। যার দ্বারা গতিশীলতা পাবে জনসেবা, প্রশাসনিক, দাপ্তরিকসহ সকল কার্যক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার, হেডম্যান।

ধর্মপাশা (সুনামগঞ্জ): ধর্মপাশায় প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা সাপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এবং পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির। এতে বক্তব্য দেন  ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তানসির বিল্লা প্রমুখ।

ডামুড্যা (শরিয়তপুর): ডামুড্যায় উপজেলা হলরুমে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাঈদ মোল্লা,ডামুড্যা উপজেলার ভূমি রেজিস্ট্রার অফিসার,  ডামুড্যা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লালপুর (নাটোর) : লালপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মাহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মোতালেব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়ায় উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা সুজয় সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফারুক মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদেরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

চৌহালী (সিরাজগঞ্জ): চৌহালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস কার্যালয়ের মাঠে ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান-আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ওসি হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির, প্রকৌশলী সেরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী অফিসার  মো. সেলিম রেজা ও সার্বেয়ার আলতাফ হোসেন প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর): বোয়ালমারীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি কমিশনার কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্ত্যব রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কেএম জহুরুল হক, উপজেলা কানুনগো শাহাদত হোসেন, ভূমি অফিসের নাজির নবদ্বীপ কুমার মণ্ডল প্রমুখ। 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : কসবায় ভূমি মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকারের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় উপজেলা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। 

লালমোহন (ভোলা): লালমোহন উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো. ইমরান মাহমুদ-(ডালিম)। পরে উপজেলা হলরুমে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ বিভিন্ন কর্মকর্তারা।

বাহুবল (হবিগঞ্জ): বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহ্র পরিচালনায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইয়াকুত মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। 

মুকসুদপুর (গোপালগঞ্জ): মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে ভূমিসেবা সপ্তাহর উদ্বোধন হয়। র্স্মাট ভূমিসেবা নিতে উপজেলার সকল জনসাধারণকে আহ্বান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুর ভূমি অফিস চত্ত্বরে আয়োজিত ভূমিসেবা সপ্তাহ ও জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ এটিএম খায়রুল আনাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার, নাটিম ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ১২টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। 

গৌরীপুর (ময়মনমিংহ): গৌরীপুর উপজেলা ভুমি কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আন্জুম পপি প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুর রহমান লিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মঞ্জু আরা বেগম, ইউপি চেয়ারম্যান জাইদুল ইসলাম প্রমুখ।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): মন্ত্রণালয়ের অধীনে বিশ্বম্ভরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে প্রজেক্টরের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মুদক স্মার্ট ভুমিসেবা ও ভূমি সপ্তাহের বিস্তারিত উপস্থাপন করেন।  দিনব্যাপী উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে ক্যাম্প স্থাপন করে ভূমিসেবা প্রদান করা হবে বলে জানানো হয়। এতে সকল ভূমির মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান হয়।  উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মোদকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। 

মুরাদনগর (কুমিল্লা): মুরাদনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী। পরে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা। এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। এসময় উপজেলা স্কআউটের সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে  উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুব লক্ষ্মণ চাকমা প্রমুখ। এ সময় উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান কার্বারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নকলা (শেরপুর): নকলা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। এরপর ভূমিসেবার মানউন্নয়ন ও সহজীকরণ বিষয়ে ভূমি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এ সময় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কমর্চারী ও উপজেলার বিভিন্ন যায়গা থেকে আসা সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

ভাঙ্গা (ফরিদপুর): ভাঙ্গা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র্যালির মাধ্যমে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল। এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম, ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী, ভাঙ্গা সরকারি কে.এম. কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় ভূমি অফিস সম্মেলন কক্ষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌরমেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাঠানসহ অন্য মুক্তিযোদ্ধা, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. মোস্তফা কামাল সিব্বিরসহ অন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বড়াইগ্রাম (নাটোর): বড়াইগ্রামে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহানউদ্দিন মিঠু সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হামজা, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন ও সাব-রেজিস্ট্রার মহিউদ্দীন উপস্থিত ছিলেন। আগামী ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে।

ডোমার (নীলফামারী): ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা ও উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।

শালিখা (মাগুরা): শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭টি  ইউনিয়নের ভূমি সহ. কর্মকর্তা আড়পাড়া মো. আব্দুল মতিন, ধনেশ্বরগাতী মো. জমির হোসেন, তালখড়ি মোহাম্মাদ সাইফুজ্জামান, বুনাগাতি মো. বাবর আলী, শতখালী মো. দাউদ হোসেন ও গঙ্গারামপুর মো. উজ্জল মিয়াসহ  বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও সাধারণ সেবা গ্রহীতারা।

টিএইচ