রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ পাঁচজনের মৃত্যু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুইভাইসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের রাউজান দুই ভাই, কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চালক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির কাজী নাদের হোসেনের পুত্র মো. আক্কাস উদ্দিন (৬০) ও তার ভাই কাজী মমতাজ (৬২)। গত বৃহস্পতিবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার চুয়েট গেইটের অল্প পূর্বে কাতালপীর শাহ মাজার এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান। স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই কাজী মমতাজের মৃত্যু হয়। চুয়েট পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে পিকআপ চালক মো. সেলিম উদ্দিন (৫০) নিহত হয়েছেন। এসময় আহত হয় পিকআপের হেলপার। শুক্রবার (৭ জুলাই) উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড রাজধানী পাড়ার নজির আহমদের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি বাস মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চালক সেলিম মারা যায়। এ ঘটনায় গাড়ি দুুটি জব্দ করা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে বেলাল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কোমরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলাল জেলার পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে। 

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী একটি পিকআপ রংপুরের দিকে যাচ্ছিল। কোমরপুর এলাকায় যাত্রীবাহী বাসটি পিকআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘাতক বাসটি পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছে। থানার ওসি মিন্টু রহমান জানান, শুক্রবার (৭ জুলাই) ধানসুরা হতে নাচোলগামী ধান বোঝাই ট্রাক নাচোল আসার পথে গনইর নামক গ্রামে পাকা রাস্তার উপর ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গেলে চালক নিহত হয়। নিহত চালক উপজেলার সূর্যপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে আব্দুল মতিন (৩২)। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। 

টিএইচ