রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল ১০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল ১০ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে তিনজন, যশোরের মণিরামপুরে দুজন, বরগুনায় একজন, রাজবাড়ীতে একজন, চাঁপাইনবাবগঞ্জে এক শিশু, ঝালকাঠির রাজাপুরে এক শিশু, ময়মনসিংহের ভালুকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির বিষয়টি জানিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস পদুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের নামপরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর : যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (১৫ ডিসেম্বর) যশোর-চুকনগর মেইন সড়কে উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম। মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় চালকিডাঙ্গা গ্রামের ইমন নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায়ও গুরুতর। মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, দ্রুতগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকীডাঙ্গা এলাকায় দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রয়েছে।

বরগুনা : বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভি পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশু ও নারীসহ চারজন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর তুলার মিল নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট কোচ সুরভি পরিবহন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় ও শিশুদের মা রিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় অন্য আহতরা হলেন মা আকলিমা এবং মেয়ে সানজিদা। নিহত নারী রিমা আক্তারের বাড়ি যশোর জেলায়। তার স্বামী একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতো। নিহত নারী তার স্বামী ও শিশুদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। নিহত নারী রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার সময় তারা ঘুমিয়েছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনায় তার স্ত্রী রিমা নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ছয় বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আহত শিশুদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. হানিফ বলেন, ভোরে কুয়াকাটাগামী সুরভি পরিবহন দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। আমতলী থানার ওসি মো. আরিফুর ইসলাম বলেন, আমতলী মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে। নিহত রিনা বেগমের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে দৌলতদিয়ায় শ্রমিকের কাজ করার জন্য এসেছেন। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল রানা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে হায়াত নামে এক শিশু নিহত হয়েছে। নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের মো. বাবুর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোলাইমান  হোসেন নামের এক শিশু নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার এলাকায় রাজাপুর-ভান্ডারীয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন। নিহত শিশু সোলাইমান ইন্দোপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে। নিহতের বোন জামাই হূদয় হাওলাদার জানান, রাস্তা পারাপারের সময় ভান্ডারীয়াগামী একটি ইজিবাইক পেছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি বলেন, এ বিষয়ে  কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই  ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ ডিসেম্বর) ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি এলাকায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, ভালুকা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি গফরগাঁও উপজেলার বিরুনিয়া যাচ্ছিল। এ সময় গফরগাঁও থেকে ভালুকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় এক নারী ও দুজন পুরুষকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত আলমগীর হোসেন উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সড়কটি সরু থাকলেও বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ