শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আজ থেকে অসহযোগ আন্দোলন: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে অসহযোগ আন্দোলন: বিএনপি

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিএনপির ইউটিউব ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া লাইভ ভিডিও বার্তায় এ আন্দোলনের ডাক দেন।

পরবর্তীতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনে দেশবাসীকে সহযোগীতার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান আজ যুগান্তকারী কর্মসূচি ঘোষণা দিয়েছেন। দেশের প্রত্যেকটি নাগরিক এ কর্মসূচিকে সহযোগীতা করার বিকল্প নেই, এ কথাটি তারেক রহমান বলেছেন।

তারেক জিয়া আরও বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি প্রশাসনের লোকজনকে সরকারের কথা না শোনার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে অসহযোগ আন্দোলনের বিষয়ে বুধবার দুপুর ২টায় বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলো প্রেস ব্রিফিং-এর মাধ্যমে যুগপতের এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন।

জানতে চাইলে ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল অলি আহম্মদ বীর বিক্রম বলেন, দুপুর ২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।

টিএইচ