সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
বাংলাদেশে সোমালিয়া-সুদানের মতো হয়নি

আমরা এখন একটু বিপদে আছি: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আমরা এখন একটু বিপদে আছি: ওবায়দুল কাদের

বৈশ্বিক অর্থনৈতিক কারণে আমরা এখন একটু বিপদে আছি। তবে বাংলাদেশে এখনো সোমালিয়া বা সুদানের মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যেখানে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে, যেখানে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তিনি (ফখরুল) না কি স্বাচ্ছন্দ বোধ করেন না। কারণ মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের অন্তর জ্বলে। ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ বলেও এসময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজশাহীকে বলেছি কোথাও গাড়ি বন্ধ হবে না। ঢাকায়ও পরিবহন বন্ধ হবে না। এরপর যদি আগুন নিয়ে, লাঠি নিয়ে নামেন তাহলে সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবে। আমরা ক্ষমতায় আছি তাই আমরা ক্ষমতায় থেকে দেশে কোনো অশান্তি চাই না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নাটক শুরু করেছেন। সম্প্রতি তিনি বলেছেন সেইফ এক্সিট করতে। আমরা তাকে বলছি, নির্বাচনই হবে সেইফ এক্সিটের একমাত্র পথ। কোনো চোরা রাস্তায় ক্ষমতায় যাওয়ার বাসনা করবেন না।

টিএইচ