মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ওবায়দুল কাদেরের নির্দেশেই বিএনপির পদযাত্রায় হামলা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

ওবায়দুল কাদেরের নির্দেশেই বিএনপির পদযাত্রায় হামলা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশেই বিএনপির পদযাত্রায় হামলা চালিয়েছে পুলিশ।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে এই হামলা করা হয়। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এমন দাবি করে তিনি আরো বলেন, অতি বাড়াবাড়ি করলে জনগণই উপযুক্ত জবাব দেবে ।

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

টিএইচ