বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কোটা সংস্কার চান হাসানুল হক ইনুও

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার চান হাসানুল হক ইনুও

কোটা বহাল বা বাতিল নয় সংস্কার হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, কোটা সংস্কারের যে দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, আমি মনে করি এটা সমাধানযোগ্য। সরকার তার একটা দায়িত্বশীল প্রতিনিধি দল পাঠিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ করে, কমিশন গঠন করে কোটা সংস্কারের সমাধানের দিকে যেতে পারেন।

রাজাকার শব্দটি সব সময়ই ঘৃণিত জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ছাত্ররা আমি রাজাকার আমি রাজাকার স্লোগান না দিয়ে অন্যভাবে প্রতিবাদ করতে পারতো। তবুও ছাত্ররা যদি ভুলও করে তাতে অন্য কোন সংগঠন বা রাজনৈতিক সংগঠন গিয়ে সংঘর্ষ করে রক্তপাত ঘটিয়ে প্রাণনাশের ঘটানা ঘটাক আমি তা চাই না।

ছাত্রদের ওপর গুলি না চলুক। লাঠিচার্জ না হোক। সরকারের পক্ষ থেকে সমাধান সুন্দর হোক আমি এটাই চাই।

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্তে অন্য কোন মহল তাদের স্বার্থ উদ্ধারে আপনাদের ব্যবহার করতে পারে, আশা করি সেদিকে সচেতন থাকবেন, নিজেদের ব্যবহার হতে দেবেন না।

টিএইচ