সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসা ছাড়া বিকল্প নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসা ছাড়া বিকল্প নেই: কাদের

ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

আগামীতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার শুধু রুটিন মাফিক দায়িত্ব পালন করবে। ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসা ছাড়া বিকল্প নেই। পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, এটি ডেড ইস্যু।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের গণতন্ত্র আমরাই চালাব। কারো ফরমায়েশিতে দেশের গণতন্ত্র চলবে না।’

বিদেশিরাও এখন আর বিএনপির দাবি নিয়ে কথা বলে না মন্তব্য করে কাদের বলেন, ষড়যন্ত্র না করলেও ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ।বিএনপির ভেতরে গণতন্ত্র নেই। 

বিএনপির সম্মেলন শেষ কবে হয়েছিল তা দলটির নেতাদের মনে নেই। এতে তাদের লজ্জা পাওয়া উচিত। তারাই আবার আওয়ামী লীগকে গণতন্ত্রের ছবক দিতে আসে। বিএনপির আমলেই গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বেশি। 

টিএইচ