সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই: ওবায়দুল কাদের

খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি, শেখ হাসিনা দয়া করে বয়স বিবেচনায় তার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। কাজেই খালেদা জিয়া একজন দণ্ডিত ব্যক্তি আর দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের সভা সমাবেশ করতে দেয়া হয় নাই। একুশে ফেব্রুয়ারিতে আমাদের তিনদিনব্যাপী অনুষ্ঠান ছিল। তবে লাইট বন্ধ করে আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছিল তারা। আমরা ভুলে যাই নাই, আমাদের কোনো প্রোগ্রাম করতে দেয়া হয় নাই। আমরা তো করতে দেই।

বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনে এখন আর জনগণকে খুঁজে পাওয়া যায় না। তাদের কর্মসূচি চলে শুধু কর্মী দিয়ে। বিএনপির রাজনৈতিক আকাশ এখন কালো মেঘে ঢাকা, তারা পথ হারিয়ে চারদিকে অন্ধকার দেখছে।

আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেয়না উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমরা বিএনপির কোনো কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দেই না। 

আমাদের শান্তি সমাবেশের কারণে বিএনপির সঙ্গে কোথাও কোনো সংঘাত হয়েছে এমন প্রমান কেউ দিতে পারবেনা বলেও তিনি মন্তব্য করেন। 

মতবিনিময় সভায় নিজ দলের কমিটি নিয়েও অসন্তোষ প্রকাশ করে আগামী রোজার আগে ঢাকা মহানগরের কমিটি করার নির্দেশ দেয়া হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়া, জাহাঙ্গীর কবির নানক,  যুগ্ম সাধারণ সম্পাদক,  তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ প্রমুখ।