সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গুম হওয়া ব্রিগেডিয়ার আযমী ও আরমান ফিরে এসেছে

নিজস্ব প্রতিবেদক

গুম হওয়া ব্রিগেডিয়ার আযমী ও আরমান ফিরে এসেছে

জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযমী এবং দলটির নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেরে ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান আলী পরিবারের কাছে ফিরেছেন। শেখ হাসিনার পতনের পর তারা গুম জীবন থেকে মুক্তি পেলেন।
জামায়াতে ইসলামীর একটি সূত্র নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দিয়েছে। তিনি বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন।

২০১৬ সালের ১০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

টিএইচ