সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

জামায়াতের আমীরকে গ্রেপ্তার করায় কর্নেল অলির নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

জামায়াতের আমীরকে গ্রেপ্তার করায় কর্নেল অলির নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট  কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীর একজন নম্র, ভদ্র, বিনয়ী ও সজ্জন ব্যক্তি। তার মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিবীদকে গভীর রাতে বে আইনী ও পরিকল্পিতভাবে গ্রেপ্তার করার বিষয়টি ন্যাক্কারজনক। নিশিরাতের সরকার তাকে  গ্রেপ্তারের মাধ্যমে দেশে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে।

কর্নেল অলি বলেন, এই সরকারের আমলে ঘরে বসে রাজনীতি করারও সুযোগ নেই। বিরোধীদল শূন্য করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে তারা  গ্রেপ্তার কৌশল কাজে লাগাচ্ছে। গ্রেপ্তার, খুন ও গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। সুষ্ঠু পরিবেশকে অস্থিতিশীল করতে সম্পূর্ণ অন্যায়ভাবে জামায়াতের আমীরকে  গ্রেপ্তার করেছে সরকার।

কর্নেল অলি বলেন, সরকার এই  গ্রেপ্তারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যায় না। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নিঃশর্তভাবে মুক্তি দাবি জানান।

টিএইচ