শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

জ্বালানি উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। দিনে-রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। এরমধ্যেই রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে। 
তার এমন বক্তব্যের পর মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তবে তথ্যমন্ত্রী বলছেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত কথা।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ জানিয়েছেন, বিএনপি যেন সমাবেশ করতে পারে সেজন্য সরকার সহায়তা করছে। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছে। হত্যা করা হয়েছে অসংখ্য মানুষকে।

জাতীয় পার্টি বিরোধী দল সেটা প্রমাণ করার জন্য মাঝে মাঝে সরকার বিরোধী কথা বলে এ সময় উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

এ সময় বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। আমি আশা করি, এ আশঙ্কা যেন বিএনপির বেলায় না ঘটে। সেটিই আমার প্রত্যাশা।

তিনি বলেন, খুলনায় সমাবেশ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশন ভাঙচুর করেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, বাস-লঞ্চ মালিকদের ধর্মঘটে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই। বাস মালিকরা মূলত অতীতে বিএনপির বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যা করার ভয় থেকেই ধর্মঘট ডেকেছিলেন।

টিএইচ