শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
The Daily Post

ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল চাই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল চাই: মির্জা ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আবারও বলছি, আমরা ডিজিটাল নিরাপত্তা আইনটি সম্পূর্ণ বাতিল চাই। এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন, মানুষের অধিকারের বিরুদ্ধে আইন, মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে আইন, এটা রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি মনে করে এটা (ডিজিটাল নিরাপত্তা আইন) নাম পরিবর্তন করে নিবর্তনমূলক আইন প্রণয়নের করার নামান্তর। তারা এটার নাম পরিবর্তন করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

রাজধানীর গুলশানে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলোচিত আইনটি নিয়ে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রহিত করে সাইবার সিকিউরিপটি অ্যাক্ট নামে নতুন আইন প্রতিস্থাপনের প্রস্তাব অনুমোদন হয়।

২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হয়েছিলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ব্যাপক সমালোচিত ৫৭সহ কয়েকটি ধারা বাতিল করে নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের বাতিল হওয়া ধারাগুলো নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা ছিল উদ্বেগের কেন্দ্রে। দাবির মুখে শেষ পর্যন্ত সরকার আইনটিতে সংশোধন আনছে।

টিএইচ