মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

দুই মির্জার বাসায় মোশাররফ, রিজভীর বাসায় টুকু

নিজস্ব প্রতিবেদক

দুই মির্জার বাসায় মোশাররফ, রিজভীর বাসায় টুকু

গ্রেপ্তারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে উত্তরার বাসায় গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিবের উত্তরাস্থ বাসায় ফখরুলের পরিবারের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন তিনি। এরপর ড. খন্দকার মোশাররফ হোসেন শাহজাহানপুর এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদেরও খোঁজ খবর নেন।

এদিকে দলীয় কার্যালয় থেকে আটক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় গিয়ে রোববার (১১ ডিসেম্বর) বিকেলে তাদের  পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রসঙ্গত, পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ ও উসকানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গত ৯ ডিসেম্বর দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে গ্রেপ্তার করে ডিবি। এর আগে ৮ ডিসেম্বর দলীয় কার্যালয় থেকে রহুল কবীর রিজভীকে আটক করে পুলিশ।

এআর/টিএইচ