নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস। বুধবার (১৫ নভেম্বর) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘সিলেকশন’ ভোটের তফসিল ঘোষণা করে জাতির সঙ্গে চরম তামাশা করেছে কমিশন।
রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে জনগণ তা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে।
রিজভী বলেন, সরকারের মনে রাখা উচিত এটা ১৪ কিংবা ১৮ সাল নয়। তফসিল দিবেন আর পুলিশি প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় বসে যাবেন এত সহজ নয়। নির্বাচন কমিশন সব জেনেশুনে দেশকে এক গভীর সংকটের মধ্য ফেলে দিয়েছে।
জনগণ অপেক্ষা করছিল নির্বাচন কমিশন আর কি সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন যে চরম ধৃষ্টতা দেখিয়েছে জনগণ এর উপযুক্ত জবাব দেবে। নির্বাচন কমিশন গোটা জাতির সাথে ইয়ার্কি করেছে।
টিএইচ