দেশের বিভিন্ন স্থানে সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ আ.লীগের আয়োজনে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আ.লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, তৎকালীন প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী আইভি রহমানসহ অসংখ্য নেতা কর্মী হামলায় নিহত ও আহত হয়েছেন। এই নৃশংস হামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমূল হক মণ্ডল ও সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভোলা : জেলা আ.লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, এমপি। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়া বিভিন্ন উপজেলা আ.লীগে ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে।
সুনামগঞ্জ : জেলা আওয়ামী লীগের আয়োজনে রমিজ বিপনী দলীয় কার্যালয়ের সম্মুখে গ্রেনেড হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ২১আগস্টের গ্রেনেড হামলাকে বিদেশে বসে বিচ্ছিন্ন বলে চালাতে চায় ষড়যন্ত্রকারীরা। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল বিএনপি জামাত।
তিনি আরো বলেন, আগস্ট মাস আসলেই বিএনপি জামাত আনন্দে ভাসতে থাকে। আগস্ট মাসে বাঙালি জাতির ওপর নেমে এসেছিল ঘোর অন্ধকার। এই মাসে দেশের উজ্জ্বল নক্ষত্রকে বাংলার মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বত্তরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরমেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর : স্মরণে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন, জাতীয় দিবস পালন কমিটির সদস্যরা ও শিক্ষার্থীরা। উক্ত কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে সন্ধানী, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট ও দানেশ ব্লাড ব্যাংক।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা ও পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র ও পৌর আ.লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
তালা (সাতক্ষীরা) : উপজেলা আ.লীগের আয়োজনে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর মহাসীন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় আ.যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ইদ্রিস, তালা সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, খলিলনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সেকেন্দার আবু জাফর বাবুসহ আ.লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
সরিষাবাড়ী (জামালপুর) : উপজেলা আ.লীগের পুরাতন দলীয় কার্যালয়ে অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-সাবেক তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে- বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, জেলা পরিষদে সদস্য খোরশেদ আলম ভিপি, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
দশমিনা (পটুয়াখালী) : উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা গ্রামে মামুন মৃধার বাড়িতে স্থানীয় আ.লীগ দোয়া-মিলাদের আয়োজন করে। দোয়া-মিলাদ পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান আবদুল আজীজ। এতে অংশ নেন, এমপি শাহজাদা, জেলা আ.লীগ নেতা তসলিম সিকদারসহ আ.লীগের নেতাকর্মীরা।
তিতাস (কুমিল্লা) : তিতাস উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
খানসামা (দিনাজপুর) : উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সকালে উপজেলার ছাত্রলীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে শেষ হয়। এরপর ওই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা নুর আলম মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাসসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়র নেতাকর্মীরা।
রাজাররহাট (কুড়িগ্রাম) : রাজারহাট উপজেলা আ.লীগের প্রতিবাদ সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বর থেকে উপজেলা আ.লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি শোকর্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আবুনুর মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদ, আব্দুস সোবহান ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় প্রমুখ।
পলাশবাড়ী (গাইবান্ধা) : পৌরশহরের ঘোড়াঘাট সড়কে উপজেলা আ.লীগ অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন বিকেলে চৌমাথার ডাকবাংলো চত্বরে উপজেলা আ.লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আ.লীগ সদস্য পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ.লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা এবং ইউনিয়ন আ.লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতারা উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগ নেতা গোলাম মোস্তফা।
সালথা (ফরিদপুর): সালথায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা সদরের বাইপাস সড়ক সংলগ্ন আওয়ামী লীগের উন্নয়ন প্রচার অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে বাইপাস সড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আ.লীগের জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আ.লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অব.) আতমা হালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলীসহ আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
ফুলছড়ি : ফুলছড়ি উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলি। সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান বাদল, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন কুদ্দস, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবিদ্বার (কুমিল্লা) : শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস ইনক দেবিদ্বার শাখার আয়োজনে নিউ মার্কেট স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই প্রদর্শনী হয়। প্রতিকী চিত্রের প্রদর্শনীতে শিক্ষার্থীরা গ্রেনেড হামলায় আহত-নিহতদের রক্তাক্ত দেহ, আর্ত চিৎকার, অবিস্ফোরিত গ্রেনেড, ছড়িয়ে থাকা নারী-পুরুষের জুতা, ছোপ ছোপ তাজা রক্তের মাধ্যমে ভয়াবহ ২১ আগস্টের বিভৎষতাকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিকী প্রদর্শনী চিত্রে উপস্থিত ছিলেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ইন্ক এর দেবিদ্বার উপজেলা চ্যাপ্টারের আহ্বায়ক রাশেদা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, মহিলা শ্রমিক লীগের উপজেলা সভাপতি শাহিনুর লিপি প্রমুখ।
বড়াইগ্রাম (নাটোর) : উপজেলার বনপাড়া বাজারে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী এবং প্রধান বক্তা হিসাবে বনপাড়া পৌরমেয়র ও পৌর আ.লীগের সভাপতি কেএম জাকির হোসেন বক্তব্য রাখেন। সভায় অন্যদের মধ্যে জেলা আ.লীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
টিএইচ