সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ধানমন্ডির বাড়ি ভাঙচুর ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না : নাছির

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির বাড়ি ভাঙচুর ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না : নাছির

ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি( বঙ্গবন্ধু জাদুঘর ) হামলা ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না বলে জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

তিনি বলেন, এ ঘটনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার একটি অংশ জড়িত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও  সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারক লিপি প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

নাছির বলেন, কোনো রকম অনুশোচনা না করে ভারতে বসে এখনো খুনি হাসিনা দেশের জনগণকে দোষারোপ করে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

স্মারক লিপি দেওয়া শেষে ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে একটি মিছিল করে ছাত্রদল।

টিএইচ