শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বিএনপি স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি‍‍`র দাবিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

এদিন দুপুর দুইটার মধ্যে ফকিরাপুল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পল্টন এলাকা জনসমুদ্রের রূপ নিয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান।

সমাবেশটি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

টিএইচ