সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে টিআইবির বক্তব্য জনমতের প্রতিফলন : নজরুল ইসলাম খান

নির্বাচন নিয়ে টিআইবি যা বলেছে তা জনমতের প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কে বলে নাই, নির্বাচন সুষ্ঠু হয় নাই, সবাই বলেছেন নির্বাচন সুষ্ঠু হয় নাই।  টিআইবি যা বলেছে তা জনমতের প্রতিফল। আমরাও যা বলেছি তা জনমতের প্রতিফলন।’

বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি এবং বিরোধীদের জেলে আটকে রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার আবারও মন্তব্যে  নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের গণমানুষের পক্ষে যে কথা বলবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।  আমরা যা বলি সেটা গুরুত্বপূর্ণ। জনগণ যা বলে সেটা গুরুত্বপূর্ণ। জনগণ এই সরকারের স্বৈরশাসন পছন্দ করে নাই। সরকার যে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করে রেখেছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগী, মির্জা আব্বাসসহ যাদের আটকে রেখেছে আমরা তার নিন্দা জানাই।’

এর আগে সকাল থেকে জিয়াউর রহমানের কবরে ঘিরে স্লোগান দিতে থাকে বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০.৫৫ মিনিটে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া-মোনাজাত অংশনেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য  নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির অন্যসংগঠনের নেতৃবৃন্দরা।

দোয়া মোনাজাত শেষে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য আজ সেই গণতন্ত্র মৃত। এটি আমাদের কথা না এটি বাংলাদেশের কথা না এবং সারা বিশ্বের  যারা গণতন্ত্রগামী দেশ  গণতান্ত্রিকগামী সংস্থা এবং যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো আজ তারা এক বাক্যে বলেছে বাংলাদেশ আজ এক দলীয় শাসনে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আজ নতুন করে আমরা স্বাধীনতার ঘোষক  জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত  করে তুলে ধরছি।

টিএইচ