সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ফখরুলের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

নিজস্ব প্রতিবেদক

ফখরুলের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনীকে সহমর্মিতা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার উত্তরার বাসায় গিয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের বাসায় প্রথমে আসেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ এরপর আসেন ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

২০ দলীয় জোটের নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন- জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব ফারুক রহমান।

টিএইচ