বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
পুলিশের ওপর ককটেল নিক্ষেপ মামলায়

ফখরুল-আব্বাস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ফখরুল-আব্বাস গ্রেপ্তার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

টিএইচ