রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

ফ্যাসিবাদের বীজ প্রোথিত হয় ২৮ অক্টোবর: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদের বীজ প্রোথিত হয় ২৮ অক্টোবর: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদের বীজ প্রোথিত হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী জোটের লগি-বইঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের মধ্যদিয়ে। ইতিহাসের এক কালো পরিচ্ছদের যাত্রা শুরু করে৷ শহীদ করে দিয়ে লাশের উপর দানব নৃত্য ইতিহাসের যাবতীয় বর্বরতাকে হার মানায়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শহীদ মুজাহিদ, শহীদ শিপন, শহীদ হাবিবের মতো তাজা প্রাণগুলো শাহাদাতের অন্তিম স্বাদ গ্রহণ করেন। বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব সুসংহত করতে তাদের এই আত্মত্যাগ অবিস্মরণীয়— যুগযুগ ধরে সজীব থাকবে আমাদের মননে ও লাননে।

তিনি আরও বলেন, সময়ের পালাবদলে তাদের সিলসিলাদের ত্যাগের বদৌলতে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। ২৮ অক্টোবর বৃথা যায়নি, জসিমদের স্বপ্ন সত্যি হয়েছে। বাংলাদেশের পথপরিচায়কে শহীদদের নামগুলো আমাদের কিছুতেই ভুলে গেলে চলবে না। নতুন অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মধ্যে চিরঞ্জীব থাকুক।

যারা মানুষ হত্যা করে উল্লাসনৃত্য করে তারা কখনোই মানবতার কাতারে পড়ে না। যারা শাপলায় নির্বিচারে গণহত্যা চালায় তারা কখনো গণতান্ত্রিক হতে পারে না। যারা জুলাইয়ে হাজার মানুষকে গুলি করে হত্যা করে তাদের দ্বারা সুস্থ ধারার রাজনীতি অলীক! যাদের একমাত্র লক্ষ্যই থাকে গদি কামড়ে থাকা— গণহত্যার চালিয়ে তাদেরকে রাজনীতির ময়দানে দেখতে চাওয়া আটাশ থেকে ছত্রিশ পর্যন্ত লক্ষ মজলুম, শহীদদের আকাঙ্ক্ষার সাথে বেইনসাফি করা। আমরা তা রুধিররাঙা পল্লিমাটিতে হতে দিব না ইনশাআল্লাহ।

টিএইচ