সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
প্রধানমন্ত্রীর বিদেশ সফর

‘বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর এবারকার বিদেশ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি একটি ঐতিহাসিক সফর।

তিনি বলেন, ‘আমরা জানি, অনেকের অন্তরজ্বলা আছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারা সহ বিএনপি এই সফর নিয়ে বিষোদগার করতে শুরু করেছে।’

শনিবার (৬ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফরকে যদি কেউ বিবেচনা করে তাহলে এটি একটি ঐতিহাসিক সফর।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে অপবাদ দিয়ে যে বিশ্বব্যাংক পদ্মা সেতুর প্রকল্প থেকে সরে গিয়েছিল, সেই বিশ্বব্যাংকের সভাপতি আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশিদারিত্ব উদযাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে আমাদের প্রধানমন্ত্রীকে বিপুলভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের।’

তিনি বলেন, ‘অনেকের অন্তর জ্বালা আছে। শেখ হাসিনার এত উন্নয়ন, এত অর্জন তাদের সহ্য হয় না। বাংলাদেশের অগ্রযাত্রা দেখে যারা হিংসা করে, বিএনপি সহ এই শক্তিটি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে তার সফর নিয়েও কটাক্ষ করছে। তারা বলছে- শেখ হাসিনা নাকি খালি হাতে ফিরে আসবেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমি বিএনপি নেতাদের বলবো, যারা বলেন শূন্য হাতে ফিরে আসছে, বিশ্বব্যাংকের নতুন সভাপতির বক্তব্যটা একটু পড়ুন। ভাষাটা একটু পড়ুন। বিশ্ব ব্যাংকের প্রধান, আইএমএফএর প্রধান প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন।’

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামশুন নাহার চাপা, কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. সায়েম খান, কার্যনিবাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

টিএইচ