শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

‘বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

‘বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওয়ান-ইলেভনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্নশিবিরে ঠেলে দেয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ কথা বলেন তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। এতে বিএনপি ঈর্ষান্বিত নয়। যারা এমন মন্তব্য করছেন তারা জাতির শত্রু। এ সময় ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্তের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারকে কঠিন পরিণতি ভোগ করতে হয়েছে। এ সময় বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

টিএইচ