সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিএনপির সমাবেশ; ডিএমপিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশ; ডিএমপিতে বিএনপি

দেশব্যাপী গণসমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির নেতারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির নেতারা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তনি বলেন, সমাবেশের বিষয়ে কথা বলতে বিএনপির প্রতিনিধিদল এখন ডিএমপি কমিশনারের কার্যালয়ে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু প্রতিনিধিদলে রয়েছেন।

জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন বিএনপির নেতারা।

নিত্যপ্রয়োজনীয় প্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান আন্দোলনে বিএনপির পাঁচ কর্মী নিহতের প্রতিবাদে গত ২৮ সেপ্টেম্বর বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

এরপর চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ১০ ডিসেম্বর ঢাকায়, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি।

ইএফ