শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

বিএনপির ১০ দিনের নতুন কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ১০ দিনের নতুন কর্মসূচির ঘোষণা

যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ২৬ জানুয়ারি ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতাকর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দি।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল এগারোটায় শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সব কারাবন্দির মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

টিএইচ