রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষ শুরু হয়। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা যেন রণক্ষেত্রে রূপ নেয়। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে মাটিতে বসে গেছেন।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৪.৫০ টার সময় তিনি বসে গেছেন। এর আগে বিকেল ৪.২০ এ সময় পুলিশ যখন তালা ভেঙে কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন ওই সময় তিনি ঘটনাস্থলে আসেন। আধাঘণ্টা পর্যন্ত তিনি কার্যালয়ের ভিতরে ঢুকতে চেষ্টা করেন কিন্তু আইন-শৃঙ্খোলা বাহীনির সদস্যরা তাকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। এক পর্যায়ে কবএনপির কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটকের দৃশ্য দেখে ওখানেই বসে পড়েন।
বিএনপির কার্যালয়ের ভেতরে প্রায় অর্ধ শতাধিক নেতা গুলিবিদ্ধ হয়ে আটক রয়েছেন। তাদের বের করে হাসপাতালে নিতে মহাসচিব দলীয় কার্যালয়ে
আসেন বলে আমার সংবাদকে বিএনপি`র দপ্তর সূত্র জানিয়েছেন।
টিএইচ