সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিজয় দিবসের র‍্যালির অনুমতি চেয়েছে মহানগর দক্ষিণ আ.লীগ

নিজস্ব প্রতিবেদক

বিজয় দিবসের র‍্যালির অনুমতি চেয়েছে মহানগর দক্ষিণ আ.লীগ

বিজয় দিবসের র‍্যালি করার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
 
আজ (শুক্রবার) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমতি চাওয়া হয়। 

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‍্যালিটি মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে সমাপ্ত হবে।
 
বিজয় দিবসের র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা অংশ নেবেন। উক্ত অনুষ্ঠানের অনুমতি প্রদানের অনুরোধ করছি।

টিএইচ