শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১
The Daily Post
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি

বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির অ্যাড. মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহী, কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাছান আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করেন মহানগর জামায়াতে সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, দক্ষিণ জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। নির্ধারিত সময়ের আগেই মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে টাউন হল মাঠে সমবেত হন নেতা-কর্মীরা। ইসলামী ছাত্র শিবিরের বিপুল সংখ্যক সদস্যও এতে যোগ দেন। মুহূর্তেই পুরো এলাকা মিছিলের নগরীতে রূপ নেয়।

ফেনী : ফেনী শহরের মিজান ময়দানে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১২ বছর ধরে জামায়াতের এ নেতা কারাগারে বন্দি রয়েছেন। জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. জামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আনম আবদুর রহিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ ও শহর সভাপতি ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তার অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস পার হলেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক। সমাবেশ শেষে এক বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিপালে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামির ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরও বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ। এসময় উপজেলা আমির ও সেক্রেটারিরাসহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্তরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাড. সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাড. নাজিম উদ্দীন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাড. রফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যোক মাওলানা শাহজাহান আলী,শহর শিবিরের সভাপতি শামিম রেজা, জেলা ছাত্রশিবির সভাপতি আলহাজ আলী প্রমুখ।

নাটোর : জামায়াতে ইসলামির নাটোর জেলা শাখার উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা আমির ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমির দেলোয়ার হোসেন, অধ্যাপক ইউনূস আলী ও জেলা সেক্রেটারি সাদেকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। তারা বলেন আগামি ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামি। সমাবেশ শেষে নাটোর জেলা জামায়াতে ইসলামির নেতাকর্মীরা মাদ্রাসা মোড় এলাকা থেকে এক  মিছিল বের করে ছায়াবানী মোড় হয়ে আবার মাদ্রাসা মোড়ে ফিরে মিছিল শেষ করেন।

পাবনা : পাবনা জেলা শাখার আয়োজনে শহীদ চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান প্রদর্শন করেন এবং দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ : শহরের শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জেলা সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামির সাবেক আমির অধ্যক্ষ তৈয়বুজ্জামান, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজুলুল হক, শহর জামায়াতে আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর : দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, আজহারুল ইসলাম ন্যায় বিচার পাওয়ার আশায় ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। আপিল বিভাগের চারজন বিচারপতির মধ্যে তিনজন বিচারপতি ট্রাইবুনালের রায় বহাল রাখলেও একজন বিচারপতি এ রায়ের সাথে দ্বিমত পোষণ করেন। আজহারুল ইসলাম সেখানেও ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তার অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তৎক্ষণাৎ মুক্তি দেয়া হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি। জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জামায়াতে ইসলামি  দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম, অমুসলিম প্রতিনিধি শ্রী নির্মল চন্দ্র সাহা প্রমুখ।

শরীয়তপুর : শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াতে ইসলামির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান। প্রধান বক্তা ছিলেন, জামায়াত মনোনীত শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা নায়েবে আমির কেএম মকবুল হোছাইন। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য শাহজালাল চৌধুরী, মুহাম্মদ ইলিয়াছ, ছাত্রশিবিরের জেলা সভাপতি সাখাওয়াত কাওসার প্রমুখ। সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ফায়ার সার্ভিসের সম্মুখে গিয়ে শেষ হয়।

জয়পুরহাট : জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাশেম ময়দানে এসে শেষ হয়, যেখানে পরবর্তীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন ও সদর উপজেলা আমির ইমরান হোসেনসহ অন্য নেতারা।

মাদারীপুর: মাদারীপুর জেলা সেক্রেটারি মাওলানা এনায়েত হোসেনের সঞ্চালনায় ও জেলা আমির মাওলানা মোখলেচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস ছোবাহান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর পৌরসভা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন, ইসলামি ছাত্রশিবিরের মাদারীপুর জেলা সভাপতি মো. রিফাত হোসেনসহ কালকিনি, রাজৈর, শিবচর, ডাসার উপজেলার জামায়াতে ইসলামির নেতারা। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেপোল এলাকায় শেষ হয়।

নোয়াখালী : নোয়াখালীতে জামায়াতে ইসলামি আয়োজিত বৃহত্তম বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে তিনি একথা বলেন। নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- নোয়াখালী অঞ্চল টিমের সদস্য, সাবেক নোয়াখালী জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি অ্যাড. জহিরুল আলম প্রমুখ।

ঝালকাঠি : শহরের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়। জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শহেরর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পুর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা আমির অ্যাড. হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাড. বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জামায়াত নেতা শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের জেলা সভাপতি এম. সায়েম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাও. নাজমুল হাসান। সমাবেশ ও মিছিলে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

টিএইচ