বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তবে মুসলিম-অমুসলিম নির্বিশেষে সব নাগরিকের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে অগ্রাধিকার দেব। আমাদের কাছে সব ধর্মই সম্মানের।
বুধবার (২৩ এপ্রিল) রাতে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জামায়াত আমীর বলেন, ‘ইসলামে কারও ওপর জুলুম করার সুযোগ নেই। যে যেই ধর্ম মানুক না কেন, রাষ্ট্রের পক্ষ থেকে তার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’
সভায় উপস্থিত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতকে অনেক সময় ভুলভাবে উপস্থাপন করেছে, কিন্তু মাঠপর্যায়ে দলটি সহাবস্থান ও ধর্মীয় সহনশীলতার চর্চা করে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া সভায় বলেন, ‘আমরা রাজনীতিতে মতবিরোধ মানি, কিন্তু জামায়াতের আচরণে আমরা কখনও ধর্মীয় বিদ্বেষ দেখিনি।’
সভায় জামায়াতের নেতারা বলেন, সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবেও যেন তারা নির্বাচনে অংশ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে ভবিষ্যতের কর্মপরিকল্পনার মূল ভিত্তি।
টিএইচ