সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

সরকারকে জনগণ প্রত্যাখ্যান করছে: মঈন খান

৭ তারিখের নির্বাচন এদেশের মানুষ ভোট না দিয়ে সরকারকে প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। সোমবার (২৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়ন শুধু রাজধানীতে করলে হবে না গ্রামের মানুষের জন্য ও উন্নয়ন করতে হবে। আর এই রাজনীতি আমরা করি। এদেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি।

তিনি আরও বলেন, আমরা নিয়মকানুনের রাজনীতিতে বিশ্বাস করি। আমাকে অনেকে প্রশ্ন করে এই বাকশালকে ক্ষমতা থেকে সরাতে পারেন নাই, তাদেরকে আমি বলি এই সরকারকে মানুষ চায় কিনা সেটা গত ৭ তারিখে নির্বাচনে দেখিয়েছে। আর এ প্রশ্ন আমি গণমাধ্যমের কাছে রেখে গেলাম।

ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক প্রমুখ।

টিএইচ