বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১০ দফা দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশের ইউনিয়ন ইউনিয়নে পদযাত্রার কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি নিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) একযোগে দলের ১০ সাংগঠনিক বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি।

ফখরুল বলেন, আমরা ইউনিয়ন পর্যায় থেকে যাত্রা শুরু করবো। তারপর জেলা উপজেলা কর্মসূচি চলবে। গ্যাস বিদ্যুত চাল ডাল ১০ দাফার দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশের সকল ইউনিয়নে আমাদের পদযাত্রা কর্মসূচি পালন হবে।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম এবং পরিচালনা করেন শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনু।

টিএইচ