বাংলাদেশ আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুন) জেলা-উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—
বরিশাল ব্যুরো : বরিশালের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকে এবং সাবেক সিটি মেয়র মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুচ, মহানগর আ.লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসেনসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আ.লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দুপুরে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নেতৃত্বে তার অনুসারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে নগরীতে একটি বিশাল আনন্দ র্যালি বের করে।
রাঙামাটি : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। শোভাযাত্রাটি শহরের বনরুপা, কাঁঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় এমপি দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সভায় স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের এমপি জরত্বী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, অংসুই প্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, রফিকুল মাওলা, পৌরমেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।
পার্বত্যাঞ্চল প্রতিনিধি: জেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা আ.লীগের সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে জেলা কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দলীয় অফিসে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এসময় জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিত্রুম ত্রিপুরা, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বাসন্তী চাকমা, জেলা আ.লীগের নেতা সাবেক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সহ-সভাপতি চাষী এমএ করিম। এসময় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান, সহ-সভাপতি এসএম ছানালাল বক্সী, সাঈদ হাসান লোবান, আ.লীগ নেতা জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, শাহানাজ বেগম নাজু, আলহাজ্ব রুহুল আমিন দুলাল ও সদস্য আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
নরসিংদী প্রতিনিধি: জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কার্যালয় প্রাঙ্গনে জেলা আ.লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নরসিংদী সদর এমপি লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতীক), জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা এসএম কাইয়ূম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সকালে জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা আ.লীগ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের খবর পাওয়া গেছে।
কিশোরগঞ্জ: উপজেলা আ.লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন- উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক আয়াজ নেতা প্রমুখ। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফসহ আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পটুয়াখালী : দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মন্নান। এরপরে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে স্থানীয় স্মৃতিসৌধে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসব কর্মসূচিতে জেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শেরেবাংলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মাগুরা : শহরের নোমানী ময়দান, চৌরঙ্গীর মোড়, এম আর রোড়, ভায়না মোড়, ঢাকা রোড, দলীয় কার্যালয়সহ একাধিক ভবন জুড়ে আলোকসজ্জা ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডের মাধ্যমে শহর এক অনন্য মাত্রায় সেজে উঠেছে। জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এমপি ড. বীরেন শিকদার, জেলা আ.লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন। সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাশরুর রেজা কুটিল, মেহেদী হাসান উজ্জ্বল আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ফেনী: জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মেয়র মো.মোস্তফা, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার প্রমুখ।
জয়পুরহাট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ আসনের এমপি অ্যাড. সামছুল আলম দুদু, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
গাইবান্ধা : গাইবান্ধায় দলীয় কার্যালয়ে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, শহর আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কামাল হোসেন, তানজিমুল ইসলাম জামিল, শফিকুল ইসলাম, সাইফুল আলম সাকা প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
বাগেরহাট : শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে করেন জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এসব কর্মসূচিতে, বাগেরহাট-৪ আসনের এমপি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা আক্তার বানু, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরিফা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খান আবুবক্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহদলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল : টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়া জেলা মহিলা আ.লীগের উদ্যোগেও পৃথক আনন্দশোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আ.লীগের আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইল জেলা আ.লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, দপ্তর সম্পাদক অ্যাড. খোরশেদ আলম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ মামুন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
মুন্সীগঞ্জ : টংগিবাড়ী উপজেলা চত্বর এলাকায় একটি বিপনি-বিতানে উপজেলা আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৭৫ পাউন্ডের কেক কাটেন অতিথি ও উপস্থিত নেতাকর্মীরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি উপজেলা ডাকঘর প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে মিলিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। সভাপতিত্ব করেন সদ্য ঘোষিত উপজেলা আ.লীগের সহ সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি। এসময় উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি শান্ত, সহ সভাপতি- জহিরুল ইসলাম খান, জাহানারা বেগম (কালনী, ইদ্রিস খান, অ্যাড. শহিদ হোসেন ঢালি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কাজী সারুসহ কমিটির অন্য নেতারা।
বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা আ.লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা,আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।আজ রবিবার সকাল থেকে বারহাট্টা উপজেলা আ.লীগের অফিস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবীর খোকন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীনসহ উপজেলা আ.লীগের সকল নেতা কর্মীরা।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলা আ.লীগের আহ্বায়ক ও কিশোরগঞ্জ -২ কটিয়াদী পাকুন্দিয়া আসনের এমপি অ্যাড. সোহরাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক সামছুদ্দোহা, ফরিদ আহমেদ, মাহবুব রহমান, উপজেলা আ.লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, বাবুল আহমেদ, উপস্থিত ছিলেন। পরিষদ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা সভা ও কেক কর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌরমেয়র ও পৌর আ.লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আ.লীগের বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইন্দুরকানী (পিরোজপুর) : উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. এম মতিউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় আ.লীগের সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, কৃষকলীগের সভাপতি রুহুল আমিন বাগা, মহিলালীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার, জেপি নেতা কাওছার আহমেদ প্রমুখ।
হাতিয়া (নোয়াখালী) : হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশিক আলী অমি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার ঝর্ণা, চরকিং ইউনিয়নের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ, নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মুনছুর উল্লাহ্ শিবলীসহ আরো অনেকে।
চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক তালুকদার চুন্নু, মাসুদ রানা, যুগ্ম সম্পাদক সেলিম রেজা, আব্দুল হাই ভুট্টো, খাষকাউলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা আ.লীগ। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা আ.লীগ নেতা আনোয়ার কামাল, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, মকবুল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. অহিদুল্লাহ প্রমুখ।
উলিপুর (কুড়িগ্রাম) : উপজেলা আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ের সকল অঙ্গসংঠনের নেতারা বিজয় মঞ্চ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই মঞ্চে সবাই সমবেত হয়। দিবসটিকে কেন্দ্র করে ১০জন প্রবীণ আ.লীগ নেতাকে সংবর্ধিত ও সম্মাননা দেয়া হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা। এ সময় সম্মাননা ও সংবর্ধিত হয়েছেন, মায়া রাণী সরকার, বিএসসি আবুল কাসেম, এসএম নুরুল ইসলাম, ডা. মুকুল রঞ্জন সরকার, নজির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বিমল কুমার সাহা, আবুল হোসেন মণ্ডল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
সন্দ্বীপ (চট্টগ্রাম) : সন্দ্বীপে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার(২৩ জুন) আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। উপজেলা কমপ্লেক্সে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা আ.লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এরপর কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়াম আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, পৌরমেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, প্রমুখ।
টিএইচ