সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

৫ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

৫ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু বুধবার

নির্বাচন কমিশন ঘোষিত ৫টি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করবে আওয়ামী লীগ। এর আগে বিএনপির পাঁচ সংসদ সদস্য পদত্যাগ করায় এই আসনগুলো শূন্য হয়ে যায়।

আগ্রহী প্রার্থীরা আগামী বুধবার (২৮ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে পারবেন। রোববার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

ফরম সংগ্রহের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

টিএইচ