সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক

৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি 

৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

১৯৭১ সালে ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আজ বিশ্বে ঐতিহ্যের এক অমূল্য দলিল। এই ঐতিহাসিক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ৭ই মার্চ ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মিনিটে তেজগাঁও ঢাকা জেলা  আওয়ামী লীগ ভবনে এক আলোচনা সভার আয়োজন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬.১৫ মিনিট সূর্দ্৩য়ক্ষণে দলের কেন্দ্রীয় কার্যালয়ে , বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন । 

সকাল ৭ টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধার্ঘ্য অর্পণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

টিএইচ