সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অনিয়মের কারণে দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা চাকরিচ্যুত: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অনিয়মের কারণে দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তা চাকরিচ্যুত: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনিয়মের কারণে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার ও সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

যাদের বেনজীর আহমেদের মতো দেখতে সুশীল মনে করি, ভালো মনে করি, আপনার কথা ধরেই তাদের ব্যাপারে সরকার নিজ উদ্যোগে কোনো খোঁজ খবর নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই গুরুত্বপূর্ণ লোকের চুক্তি বাতিল করা হয়েছে। সেটি আপনারা সাংবাদিকরা কি রিপোর্ট করেছেন? সেটা এখন পাচ্ছেন।’

বেনজীর ও আজিজ আহমেদের দরকার শেষ সরকারের, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে— বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আপনার প্রশ্নটা সঠিক হয়নি, তারা বলছে বেনজীর, আজিজ আহমেদরা আওয়ামী লীগের সৃষ্টি। আমি জানতে চাই, আশরাফুল হুদা, রকিবুল হুদা, কহিনুর এরা কাদের সৃষ্টি? আমি জানতে চাই, দুর্নীতি লুটপাটের গহ্বর হাওয়া ভবন কার সৃষ্টি? এই প্রশ্নের জবাব চাই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রশ্ন করেছে, আমিও পাল্টা প্রশ্ন করছি, রকিবুল হুদা সাবেক আইজিপি ছিল, চট্টগ্রামে ২৪ জানুয়ারি আমাদের নেত্রীর সভায় তাকে টার্গেট করে গুলিবর্ষণ করা হয়েছিল, হামলা করা হয়েছিল। আশরাফুল হুদার দুর্নীতি সবাই জানেন। 

টিএইচ