সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

অবরোধে সিইসি’র কুশপুত্তলিকা দাহ করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

অবরোধে সিইসি’র কুশপুত্তলিকা দাহ করল ছাত্রদল

বিএনপির ডাকা সারাদেশে ১১ দফা অবরোধের সমর্থনে ধুপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সিইসি‍‍`র কুশপুত্তলিকা দাহ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মিছিল শেষে সিইসির কুশপুত্তলিকা দাহ করার সময় পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পুলিশি হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে নেতৃত্ব দেন জবি ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহমুদ আলম সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাব্বির মিল্লাত পাটোয়ারী, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক - আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, সমাজসেবা সম্পাদক-রবিন মিয়া শাওন প্রমুখ।

টিএইচ