মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৭ পৌষ ১৪৩১
The Daily Post

অসহযোগ আন্দোলনে বিএনপির ৪ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

অসহযোগ আন্দোলনে বিএনপির ৪ দিনের কর্মসূচি

নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের প্রথম যাত্রায় ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, এক দফার দাবিতে অসহযোগ আন্দোলনে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী ২৪ তারিখ অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন হবে।

আজ বুধবার বিকেলে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন। রিজভী বলেন, আগামী সাত তারিখ নৌকা ও ডামি প্রার্থীর মধ্যে সরকারের নির্দেশেই প্রশাসনের পক্ষ থেকে শুধু নাম ঘোষণা করা হবে। এখন সেই নামের তালিকাটা করা হচ্ছে। বাংলাদেশে দুঃশাসনের নমুনা দেখা যাচ্ছে। জনগণ সেটি প্রতিরোধ করবে।

টিএইচ