বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে পাল্টা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রোববার সকাল থেকে দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, বিএনপি নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

সেখানে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আধা ঘণ্টা পর পর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হচ্ছেন। তারা ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।

টিএইচ