শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ হারালেন সাবেক দুই মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদ হারালেন সাবেক দুই মন্ত্রী

আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদ থেকে সাবেক দুজন মন্ত্রী বাদ পড়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হলেন- বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জি. মোশারফ হোসেন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাড. কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি।

আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ পড়া সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাদ পড়ার জোর গুঞ্জন শোনাগেলেও তার নাম রয়েছে সভাপতিমণ্ডলীর ৮ নম্বরে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৭ সদস্যের নতুন কমিটিতে সুযোগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা মোস্তফা জালাল মহিউদ্দিন। বাকি দুটি পদ এখনো ফাঁকা রয়েছে।

টিএইচ